যে জীবন শুধু ভুলুষ্টিত নর্দমায়
আহ্লাদী প্রেমে হয়ে যায় দুঃসহ
যে জীবন ঝিঁঝিঁ পোকাদের হাতে
খুন হয় অহরহ,
যে জীবন বিদগ্ধ বিষাদে
নিমগ্ন ক্ষুধায় কলরোল করে ওঠে
যে জীবন আহত শকুন
সন্দিগ্ধ ফড়িংয়ের লাশ পাখিদের ঠোঁটে,
যে জীবন অনাবৃষ্টির কাঠফাটা ক্ষেত
চৈতালির বিলোল দহন
যে জীবন এক ধাবমান অন্ধকার
অসুরের সেই কালো গোঁফের মতন;
যে জীবন নীল নক্ষত্রের বিষাদে পোড়া বিষন্নতা
আমি তো চাইনা কোনদিন এমন জীবন হে বিধাতা।