একটি রঙিন প্রজাপতি উড়ে এলো
উড়ে এলো একটি রঙিন প্রজাপতি
পরিত্যক্ত এক বকুল গাছের তলে
আমি বলতে পারিনি তখনও
আমি বলতে পারিনি কখনোও
মৃত শালিকের মত পরিত্যক্ত বকুল
তোমাকে কোন সুখ দেবে না
দেবে না তোমাকে কোন সুবিশেষ ঘ্রাণ
কিংবা পিত্ত আর অধরের কোন প্রেম
ঢেকুর তোলা মধুবীজ, জিহ্বার স্বাদ।
তবুও তুমি হাঁটলে
ওগো প্রজাপতি, তবুও তুমি হাঁটলে
রহস্যময় কবিতার খাতার মতো
তুমি হাঁটলে বকুল তলে!
আমি স্পষ্ট দেখলাম
তীব্র ঘৃণা নিয়ে তারপর তুমি উড়ে গেলে
উড়ে গেলে তুমি তীব্র ঘৃণা নিয়ে ঘুণপোকা হয়ে..
কথা ছিল, গুটিপোকা প্রজাপতি হবে,
অথচ প্রজাপতি হয়ে গেল ঘুণপোকা!