মাঝি মল্লার দলে আমার বেলা গুলো
কেটে গেছে বহুদিন
বুকের রক্তের মত ডুবন্ত সন্ধ্যারা নামে
কে যেন ডাকছে আমায় বহুদিন বহুদিন
মৃদু বাতাসে মিলিয়ে যাচ্ছে মিহি একটা সুর
আমি আলুথালু দাড়িয়ে দাড়িয়ে শুনি
অজানা দিনের মুহুঃ মুহুঃ সেই গান;
পালতোলা প্রাগৈতিহাসিক নৌকা গুলো চলে যায়
যুগসন্ধিতে দাঁড়িয়ে থাকি আমি একা
আমাকে ফেলে যায় সময়
আমাকে নেয় না আলো
আমি যে কুৎসিত আমি তেতো আমি কালো...