আদিম প্রত্যাশা জুড়ে আমাদের ঘিলুভর্তি স্বপ্নদোষ ক্রমাগত ছটফট করে করে মিথ্যে আলেয়া মাথার ভেতর হারিকেন জ্বালিয়ে অন্ধকারের পথে ক্রমাগত ঘুরপাক খেতে খেতে হৃদয় ঢুকে পরে হ্যামলক বিষ। আমাদের সোনার ফসল সেই বিষে নষ্ট হতে হতে হয়ে যায় ভাঙ্গা ডানার পাখি। তারপর প্রত্যাশার বিষ পিনে ভাঙা ডানা সেলাই করে দিবে ভাবতে ভাবতেই আমাদের সকল ডানা খসে পড়ে যায়; অতঃপর হোঁচট খেতে খেতে অবশেষে বহু ব্যয়ে নির্মিত আমাদের অতি আদরের স্বপ্ন গুলোর ঠাঁই হয় মহাকালের নষ্ট নীড়ে...