আমি কবিতার ভিতর একটা কবিতা খুঁজে চলেছি
মানুষ যেমন মানুষের ভীড়ে মানুষ খুঁজে বেড়ায়।।
আমি জনতার ভিড়ে কোলাহল খুঁজি মিছিলে স্লোগানে
আমি নির্জনতার মাঝে একাকীত্ব খুঁজি
বন্ধুহীন নিরুদ্দেশ পাখির মতন,
আমি আগুনের ভেতর হাহাকার শুনি
বিষাদ ঢালা নদীর মতন;
আমি প্রতিদিন দ্বিধাহীন অনুভূতির মৃত্যু খুঁজি
আমি হিমঘরে সারি সারি কফিনে ঢাকা হৃদয় খুঁজি,
আমি আজও কবিতার ভিতরের কবিতা খুঁজি
আমি আজও মানুষের ভিড়ে মানুষ খুঁজি।।