পরিযায়ী রোদ্দুর যখন
লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে তোমার ই জানালায়!
আমি প্রেমে পড়ি..
আড়ালে-আবডালে বারবার প্রেমে পড়ি,
প্রেমে পড়ি ভেতরে বাহিরে
দৃষ্টির সীমানা শেষে তুমি উড়লে আমিও উড়ি
ডানাহীন যতদূর উড়ে মন........,
ব্রহ্মপুত্রের ওপারে শিশির ধোয়া আকাশ
নিচে কাশফুলের মেলা
কাঁচা মিঠে রোদ গলে গলে পড়ে
তোমার জাফরানী শরীর;  
আমার মন তখন স্পর্শ চায়
নিবিড় স্পর্শের প্রেম
যদিও বা প্রেম স্পর্শের অধিক কিছু...
তবুও আমার মন প্রেম কাতর, স্পর্শকাতর'
নির্মল নদীর মত জেগে থাকে দিনরাত
মায়াবী আরশিতে জলের আকাশ।।