ফিরে এসো সুলতানা
এই শহর আজো তোমার অপেক্ষায়
এই শহরের প্রতিটি ধূলিকণা তোমাকে ভালবেসে
আজও তোমার প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছে
তোমার মনে পড়ে কি সুলতানা!
জয়নুল পার্কে একটি পাখি কেমন তোমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল
পাখিটি আজও তোমার অপেক্ষায় বসে থাকে
ব্রহ্মপুত্রের চকচকে বালিয়াড়িতে
তোমার পায়ের ছাপ গুলো কবেই ভেসে গেছে  
তবু জলের নিচ থেকে আজও তোমার পায়ের ছাপ হেটে বেড়ায়
নদী তীরের কাশফুল গুলো তার সাদা পাপড়ি মেলে চেয়ে আছে তোমার অপেক্ষায়
কৃষি বিশ্ববিদ্যালয়ের সারি সারি আম গাছ গুলো আজও তার সুললিত ছায়া নিয়ে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে
অপেক্ষায় থাকে টাউন হল, আনন্দমোহন কলেজ, রেলস্টেশন, ধানসিঁড়ি, গাঙ্গিনা পাড়ের মার্কেট গুলো
কিংবা হকার্স মার্কেটের খাপছাড়া দোকান গুলো আজও তোমার অপেক্ষায় থাকে;
তুমি ফিরে এসো সুলতানা
এই শহর আজো তোমার অপেক্ষায় থাকে।।