হৃদয়ের ভিতর বসত করে একটা দেয়াল
সেই দেয়ালে প্রত্যহ রক্ত দিয়ে আঁকে
রজস্বলা বালিকার ললিত প্রণয়;
নির্জন রজনীতে যখন ঝিঁঝি ডাকে, মেঘ ডাকে
আমি ঘর ছাড়া হই; ঝিঁঝি নয়, মেঘ নয়
মনে হয় ডাকছে আমায়
কাপালিক বালিকার মেঘ রাঙ্গা প্রেম
ডাকছে আমার লাস্য প্রেমিকার উচ্ছল যৌবন।।