জানি একদিন তুমি আমি এক হব
কোন এক মধুচন্দ্রিমার রাতে অবশেষে,
তারপর আমি যেন হারিয়েই যাব দূরে
নক্ষত্রের ওপারের দেশে
শুধু যে তোমায় ভালবেসে।
চোখ খুলেই দেখব তাকিয়ে আবার
স্মিত হাসি তোমার দু'ঠোঁটের কার্নিশে;
জীবনের সব আয়োজন শেষে…..
আমি হব মুক্ত হাওয়ায় ডানা মেলা পাখি
আর তুমি রংধনুর রঙে রাঙা প্রজাপতি।
তুমি আমি বারবার হারাবো আলোর
মৃদু উষ্ণতায় ভেসে…..;
তুমি হবে রোদ্দুরের রাঙা পরী
আর আমি হব মিষ্টি রোদ্দুর ঝিলিক।
আমি কোজাগরী এক রাতের মতই
হারিয়ে যাব তোমার মাঝে
আর তুমি দ্বাদশীর রঙিন জ্যোৎস্না হয়ে
ভিজিয়ে দেবে আমার মন
তারপর কত শত বছর কেটে যাবে
দু’জনার চোখে চোখে শুধু ভালবেসে।