এসেছে ঈদ এসেছে খুশির দিন
খুশি তবুও ফোটে না মুখে
কুয়াশাতে হয়েছে ক্ষীণ!
জরির জোব্বা আর শেরওয়ানী তুমি পড়েছ বন্ধু
ঘরে তোমার ফিরনি, সেমাই, পায়েস, মন্ডা, মিঠাই-
শুধু দেখনি তো চেয়ে একবার বাহিরে তাকিয়ে
এক উলঙ্গ কিশোর ঘুরে পথে পথে
ভিক্ষা মাগে ভাঙা থালা হাতে
মা তার রোগশয্যায় যে পড়ে আছে ঘরে
ছোট বোন তার খিদের জ্বালায় মরে
বাপ তার সেই কবেই হয়েছে গত
এখনও শুকায়নি তার এই ক্ষত।।


ঈদ তার কাছে শুধুই ফেতরার টাকা পেলে
কিনবে কিছু সেমাই, চিনি, চাল, ডাল
খাওয়াতে তার ছোট বোনটির মুখে তুলে।।


ঈদ তো শুধুই নয় বন্ধু হে
ভোজন পিন্ধন,
ঈদ কণ্ঠে ধ্বনিছে প্রেমের বাণী
নিজেকে তাই বিলিয়ে দাও পরের তরে,
দাও তোমার ভেতরের পশু কে কোরবানি।
জেনো একদিন শুধিতে হবে ঋণ
নিজেকে আর তাই করো না ঋণী।।