উৎপীড়িতের বিদ্রোহ তো দেখেনি কেউ
মিথ্যেরই কালিমাখা ধূসর যে ধাম
দৃঢ় সত্যের এবার দিতে হবে দাম,
এবার উঠবে নিত্য বিক্ষোভের  ঢেউ;
মানবে না হার ওরা,ভুলে গেছে কাঁদা!
থমথমে ভাব যেমন ঝড়ের আগে
নিস্তব্ধ ঘুম ভেঙ্গে হঠাৎ করে জাগে;
দমিয়ে রাখার চেষ্টা? বৃথা  দাও বাধা!


অত্যাচারীর বিনাশ হবে আজ-কাল
তোমার অট্টালিকায় যে ধরবে চির,
ধুয়ে মুছে দিয়ে যাবে কুৎসার জঞ্জাল
উৎসুক জনতা আজ ক্রমেই অস্থির,
কুয়াশা ভেঙে উঠবে যে ঝড় বিশাল
ইতিহাসেই রয়েছে সাক্ষী কত বীর।।


এই সনেটে পংক্তির মিলবিন্যাসঃ কখখক, গঘঘগ, ঙচঙ, চঙচ,