"""""""""""""""""""""""""""""""
সকলেই ভুলে যায়..
গাছের সর্ব আগায় যে ফলটি থাকে সেও
এক সময় ভুলে যায় তার শিকড় এর কথা
শহরের মানুষগুলো বিজলি বাতির ঝিলিক দেখতে দেখতে
এক সময় ভুলেই যায়
জ্যোৎস্নায় ভরা নদীটার কথা
ভুলে যায়, শিশির ভেজা সে মেঠো পথ
হিজলের ছায়ায় স্বপ্নের সেই শৈশবের আড্ডা।
সারি সারি গাছের ই মেলা,বাঁশঝাড়..
মাঠ ভরা ধানের গন্ধে মাতাল..
অবারিত খোলা মাঠে শৈশবে গোল্লাছুট ডাংগুলি খেলা...।।


আমিও ভুলে গেছি কি?
ভুলে গেছি কি নাড়ির টান?
হে ভিত্তিভূমি, আমাকে স্মরণ করিয়ে দিও
যদি ভুলে যাই কভু...
শিকড়ের কথা,
মাটির ই কথা,
মানুষের কথা,
সবুজের কথা...।।