আমার নিজস্ব কোন আলো নেই, তাই
তুমি চলে গেলে, আর
আলো জ্বলে না আমার হৃদয়ের চাঁদে
তুমি চলে গেলে
প্রদীপের আলো নিভে যায়
ঘোর অন্ধকার ঘরে আমি আলুথালু বসে থাকি
ঘাসের বন থেকেও আর উড়ে আসে না ঝিঁঝিঁরা,
তুমি চলে গেলে
বুকের বারান্দা জুড়ে কালো মেঘেরা হল্লা জমায়
ঘন ঘোর আঁধারে মিশে যায়
হৃদয়ের আঠারো টা আলোর জানালা;
তুমি চলে গেলে
আমার ভিতর আমি থাকি না
আমার হৃদয়ে চাষ হয় তখন হাইব্রিড নীল আফিম।