আমার শরীর থেকে কেউ ব্যাঙের রক্ত খুলে নাও
আমি শীত ঘুমে আর ঘুমোতে চাই না
ঘুম ঘুম চোখে একঘেয়ে সূর্য দেখতে দেখতে ক্লান্ত আমি
আমি এবার বাজি ফাটিয়ে জেগে উঠতে চাই
জাগিয়ে দিতে চাই সমস্ত পৃথিবীকে।।


আর কত ঘুমিয়ে থাকব বল প্রিয়!
ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেছে সেই পঞ্চাশ বছর;
আমি এবার হুংকার দিতে চাই,
আমার শরীরে কেউ বাঘের রক্ত ঢুকিয়ে দাও...
প্রতিবাদ প্রতিবাদ মিছিল আর মিছিল হোক
তারপর শেষের অন্তরাটুকু লিখে দিবে মহাকাল....।।