বিপ্লব এখনো শেষ হয়নি, তুমি ফিরে এসো চে!
এখনো পুঁজিবাদের রোলার-স্টিমারে পিষে যায় সর্বহারা
এখনো সাম্রাজ্যবাদ শোষক জান্তার লোলুপ জিভ
চেটেপুটে খায় শোষিতের নোনতা রক্ত;
এখনো রাস্তার পাশে পড়ে থাকে ভুখা শিশুর
ধুলো মাখা নাঙ্গা দেহ,
এখনো টাকার জোড়েই হয় শিক্ষার মানদণ্ড,
এখনো শেষ হয়নি রাষ্ট্রযন্ত্রের জান্তব আস্ফালন।
তুমি ফিরে এসো চে
তোমার প্রিয় রাইফেল
সান ক্রিস্টোবাল কার্বাইন কাঁধে নিয়ে,
তুমি ফিরে এসো চে
তোমার স্টাইলে,
ঠোঁটের কিনারে জ্বলন্ত সিগারেট নিয়ে,
তুমি ফিরে এসো চে
তোমার কবিতা নিয়ে, ফিদেলের জন্য কবিতা;
চাই সংস্কার, চাই ন্যায্য, রুটি-রুজির দাবি
আর স্বাধীনতার ইশতেহার নিয়ে।
তুমি ফিরে এসো চে
তোমার চেতনায় আমাদের সিঁড়ি;
ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বীর আশফাকউল্লাহ,
মাস্টারদা সূর্যসেন, শহীদ আসাদ
আর ত্রিশ লক্ষ শহীদের অপরূপ অগ্নিবলয় হয়ে।
তুমি ফিরে এসো চে
আবার উদ্যত হোক
তোমার স্টিলের মতো মুষ্টিবদ্ধ বিপ্লবী শক্ত হাত,
তুমি ফিরে এসো চে
বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা
তোমার ছিন্নভিন্ন দেহ
আবার আমাদের বিপ্লবের প্রেরণা জোগাক।