আমি চাই
আমার দেয়া তোমার একটা নাম থাকুক
যেমন নদীর থাকে
যেমন পাখির থাকে
যেমন জীবনানন্দ নাম দিয়েছিল বনলতা
যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা
আমি চাই
যেন শুধু তোমাকেই ডাকি আমি সেই নাম ধরে
যেমন পাপিয়া ডাকে পিউ কাহা বুকের ভিতরে।।