তুমি আর আসবে না বলে
বুকের ভেতর জমা প্রেম
শেয়াল-শকুনে গিলে খায়,
পুড়ে পুড়ে ছাই হয় চামচে নিংড়ানো ভাসা সর
পৃথিবী জুড়ে বিছিয়ে দেয় না কেউ আর স্বপ্নের চাদর।
তুমি আর আসবে না বলে
প্রতিটি শব্দেই জমে আছে বেদনার কালো দাগ
পাখি বলে, তুমি আসবে না।
নদী বলে, তুমি আসবে না।
নারী বলে, তুমি আসবে না আর প্রেমিকা আমার।
তুমি আর আসবে না বলে
কথার ভেতর কথারা গেছে হারিয়ে
বুকের ভেতর জ্বলে অচেনা আগুন।
তুমি আর আসবে না বলে
প্রতিটি কালো অক্ষরে এখন বিদায়ের বিষণ্ণ গান
সুখ বলে, তুমি আসবে না।
দুঃখ বলে, তুমি আসবে না।
প্রেম বলে, তুমি আসবে না।
তুমি আর আসবে না বলে
হৃদয়ে হৃদয়ে এখন হাজার ক্ষত...
তুমি আর আসবে না বলে
তোমার কবিতা, না ফেরা মাইল পোস্ট এ দাঁড়িয়ে
আজো কেঁদে যায় অবিরত।