আমাদের গল্প তুমি ছাড়া পুরো জগত জানে। যেদিন হতে তুমি আমার গল্প থেকে কি ভীষণ তেজে হারিয়ে যাওয়ার বাহানা দিলে, কত-শত কারণ দিলে সেদিন হতে আমি আমাদের গল্পের ফেরি করে বেড়াচ্ছি। জীবনে চলার পথে যার সাথেই দেখা হচ্ছে, আমাদের গল্প বলে বেড়াচ্ছি, বাস এর পাশের সিটে বসা যাত্রী, টং দোকানের হঠাৎ পরিচিত হওয়া চা-ওয়ালা, সামাজিক যোগাযোগ মাধ্যমের এক উঠতি লেখক, ভারী বৃষ্টিতে যার ছাতার নিচে খনিকের আশ্রয়, আরো কত শত মানুষ আমাদের গল্পের উৎসুক শ্রোতা। অথচ কি অদ্ভুত তোমাকেই কখনো সেই গল্পটা বলা হয়নি।


একদিন খুব করে দৃঢ় চিত্তে বলবো করে ভেবেছিলাম, তোমার সামনে বসেও ছিলাম কিন্তু বলতে যাওয়ার আগেই তুমি তোমার নতুন গল্পের ঝুড়ি আমার সম্মুখে উপস্থাপন করেছিলে।
এরপর থেকে আমি আর কখনো তোমায় আমাদের গল্প বলিনি...


আমি আমাদের গল্পের ফেরিওয়ালা, যে গল্প তুমি ছাড়া পুরো জগত জানে... পুরো জগত ...