আইছি একা যাইব একা
     সাদা কাপড় পরে
    ও ভাই সাদা কাপড় পরে
কেউ রবেনা সঙ্গী আমার
     অন্ধকার কবরে  ২ বার

একদিন ভাবলোনা মন
    কেবা পর কেবা আপন
ও রে ভাই বন্ধু আত্মীয় স্বজন
     পিতা মাতা কে রে ঐ

এই পৃথিবীর কত মানুষ
     কেঁদে কেঁদে হইবে বেহুশ
ওরে ফিরবেনা আমার আর হুশ
     প্রাণটা যাবে উড়ে ঐ

জগত সংসার মায়ার মোহ
     নিথর হবে অসাড় দেহ
ওরে উঠবেনা আর তখন কেহ
     শক্তি ক্ষমতার জোরে ঐ

কি সুন্দর মোর বালাখানা
     সাজানো সেই ফুলবিছানা
ওরে ভালবেসে কেউ দিবেনা
      কাঁচা মাটির ঘরে ঐ

কোনদিন জানি আসে সমন
       টুটুলের হইবে মরণ
ওরে বাঁচার আশায় স্বাদের জীবন
       যাইতে হবে ছেড়ে ঐ