তোমার ওই রূপের মাঝে
ও স্বপ্ন আঁকা আছে;
আজ হারিয়ে চোখের কোণে-
তোমার মনের কাছে।


তোমার ঘরে আজকে আমি
যাবই নিমন্ত্রণে;
আজ লুকিয়ে থাকব আমি
তোমার চোখের কোণে।


তোমার ওই চুলের মাঝে
শ্রাবণ আকাশ দেখি;
তোমার ও ললাট 'পরে
ও কবিতাখানি লিখি।


যতই তুমি বারণ করো
আমি শুনি না যে কথা;
তোমার চোখে চোখ রাখিব
আজ শুধু নীরবতা।
        ------


ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: ১০/ ৮ মাত্রায়।