অবশেষে তুমি এলে কালবৈশাখীর
মতো; ঝড়ের হাওয়া আমার জীবনে
যেন বয়ে এল! তপ্ত পশ্চিমের ক্ষণে
পায়েতে নূপুর সেই উজ্জ্বল আঁখির
তলে, আমাকে দেখালে নব প্রভাতীর
সেই তটতল! কত ফুল ছিল বনে-
দীর্ঘ প্রতীক্ষার পর তুলেছি যতনে;
অপরূপ সজ্জা সাথে মন সমাধির।


চলে গেছে দিনগুলি! বসন্তপল্লব
সাথে নবীন আভার শত শুকতারা-
পৃথিবী পাল্টেছে রঙে নিত্যকলরব;
তবুও ছিলাম বসে প্রেমপথে হারা!
তাই আজ কাছে পেয়ে শুধায়েছি ছলে-
প্রেম আজ কেন এল শুদ্ধ পরিমলে।