সময় চলেছে আজ উদভ্রান্ত চিত্তে-
নিজেতে নিজের মতো! চেষ্টাও করিনি
বুঝতে; মানুষ নামে কলঙ্ক ভাবিনি!
সময়ে মানুষ যেন ভালোবেসে স্বার্থে-
মনুষ্যত্ববোধ শূন্য; দেওয়ালগাত্রে
তার দাপাদাপি আজ। সময় উজানি
কোকিলের কুহুতানে- অন্ধকার জানি,
ভুল হয়ে যায় সব প্রিয় সমাবর্তে।


শিশুটির জন্ম হয় এ উন্মাদনায়,
চাঁদের জোছনা গায়ে মেখে অবিরত-
সে যেন আসতে আজ খুব বাঁধা পায়!
আজীবন খুঁজে খুঁজে সহায় নিঃস্বার্থ
সূর্যের আলোক মাঝে; আলোকিতময়
ধূসরধুলিতে দেখা হয়েছে নিয়ত।