খেলেছ একান্তে প্রিয় মেঘবেলা তুমি,
আপন হৃদয় সাথে! তখন শ্রাবণ
বেলার দূরের সীমা, আকাশের ভূমি!
তার তলে আছে লেখা প্রিয় সে আপন।
নব রাতের ও গান একটি পলকে-
আপনায় সিক্ত করে তাদের ক্ষণিক;
তোমার দুয়ার মাঝে রোদের ঝলকে
প্রাণ চেয়ে থাকি আমি একা দার্শনিক।


অতীব উচ্ছ্বাস করি মনবীথিতলে,
তোমার সকল দান আমার সাক্ষাতে-
সকল সে প্রতিদান নেব মোর গলে;
তোমাকে স্মরণ করি! ফুলের আঘাতে
আজ তুমি এসে গেছ মেঘকণা হয়ে;
তার মাঝে তুমি আছ আমার আশ্রয়ে।
      ----------