আসন্নমৃত্যু দাঁড়িয়ে থাকে
অন্ধকার ঘেরাটোপে;
সবার অলক্ষে দেখি আমি
দৃষ্টিহীন অভিশাপে।


বিষণ্ণতায় স্তিমিত আলো
ঘর জুড়ে জ্বলজ্বল!
ফুলের মালা শুকিয়ে যায়
আঁখি দু'টি ছলছল।


ভাবনাচিন্তা জোয়ারে ভাসে
সময় ফুরিয়ে যায়;
রুগ্নশ্বাসের গভীরস্বাদ
অজান্তে দেখিতে পায়।


ক্ষীণস্বর হয় ক্ষীণতর
প্রশান্তনিথর দেহ;
মৃদু যেন কেঁপে উঠেছিল
দেখতে পাইনি কেহ।
    --------