আসরের কবি ১২


(৬৭) গোলাম রহমান
আসরের প্রিয় কবি 'গোলাম রহমান'
সাড়ে চার শ' কাব্যতে আসর মাতান।
কবিদের উৎসাহে তার জুড়ি নেই
অনেকের কাছে প্রিয় এই আসরেই।
নানা বিষয়েতে তার কবিতা লিখন;
এই ছন্দ তার প্রতি করি নিবেদন।


(৬৮) তাপস গুহঠাকুরতা
আসরে তিনি 'তাপস গুহঠাকুরতা'
কলকাতা জন্ম তার, ধানবাদে মিতা;
'অনুভব' সিরিজেই তিনি লিখে যান-
সমাজের দৃশ্যকথা আর উন্নয়ন।
কবিতার অন্য ছবি প্রিয় ভালোবাসা
পনেরোটি মাস ধরে কবিতা পিপাসা।


(৬৯) সানারুল মোমিন
'বিনায়ক কবি' প্রিয় 'সানারুল মোমিন'
কবিতা আসর প্রিয় তিনি চিরদিন।
মুরশিদাবাদ জন্ম, পেশায় চাকুরে;
কবিতা আসরে এসে আজ ভবঘুরে।
পনেরোটি মাস হল আসরে আছেন
বিভিন্ন কবিতা দিয়ে মালাটি গাঁথেন।


(৭০) সঞ্জয় কর্মকার
'সঞ্জয় কর্মকার' যে আসরে আছেন
'গানে গানে দিগন্ত'টা ছুঁয়ে ফেলেছেন।
কবিতায় ধ্যান-জ্ঞান, কবিতায় প্রেমী;
আত্মার আনন্দ যেন কাব্য স্বর্গভূমি
একাধারে কবি তিনি, পেশাতে ডাক্তার;
'খেয়াল' মাঝেতে তার একশত পার।


(৭১) মালা (মল্লিকা রায়)
শিশুকাল থেকে তার লেখালেখি শুরু
কবিতা জগতে এসে নহে দুরু দুরু!
প্রকাশিত গল্প-কথা, প্রবন্ধ-কবিতা;
সামাজিক বিষয়েতে নারী স্বাধীনতা।
নয় শত লেখা তার আজ নীরবেতে-
'মল্লিকা রায়' আজিকে 'মালা' রূপেতে।


(৭২) মহারাজ
কবিতা আসরে তিনি প্রিয় 'মহারাজ'
সাড়ে পাঁচ বছরেতে দূর করে লাজ!
'অনুপমা' 'প্রহেলিকা' কবিতা আসরে-
'মধুপর্ণা' 'স্বর্ণময়ী' লেখে সাজঘরে
দীর্ঘদিনে আসরকে করেছেন ধন্য;
আপন মুরতি নেই প্রোফাইল শূন্য।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ১১' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ৬৬ জন কবি বিষয়ে প্রকাশিত