আসরের কবি ২২


(১২৭)  প্রবীর চ্যাটার্জি
আসরে 'ভোরের পাখি' 'চ্যাটার্জি প্রবীর'
আসরের মাঝে তার নত নয় শীর।
কলকাতা জন্ম তার, আজ মিসিসিপি;
'ডেন্টাল সার্জেন' হয়ে কাব্যকথালিপি।
তিন বর্ষ সাত মাসে তিনশ' কবিতা
'লিমেরিক' মাঝে তার দেখি কাব্যিকতা।


(১২৮) কায়সার মোহাম্মদ ইসলাম
তিন বছর ন' মাস কবিতা পাতায়
'কায়সার মোহাম্মদ' আছে মহিমায়।
'একাত্তর সালে জন্ম চট্টগ্রাম জেলা
গীতিকার, সুরকার, কবিতায় খেলা।
কবিতায় বসবাস ছন্দ-গীতি সাথে
অনলাইন লেখালেখি পত্র পত্রিকাতে।


(১২৯) মুহাম্মদ আনোয়ার সাহাদাত হোসেন
'আনোয়ার সাহাদাত' আসরের কবি
তিরাশিটি কবিতায় লিখেছেন সবই।
রাঙ্গুনিয়া জন্ম তার, আজ সৌদিদেশে;
আড়াই বছর ধরে কাব্য ভালোবেসে।
'সানুনয় নিবেদন' 'সত্যই সুন্দর'
'স্মৃতির মলিন কাব্য' সেরা উপহার।


(১৩০) স্বপ্নময় স্বপন
'স্বপ্নময় স্বপনে'তে 'শামসুল' তুমি
ধন্য করিয়াছ আজ কবিতার ভূমি।
ঢাকা জেলা জন্ম তার, হিসাবের কাজে;
কিশোর বয়স থেকে কাব্যকথা সাজে।
দু' বছর চার মাসে তিনশ' কবিতা
'ইতিহাস চুপ কেন?' 'অদ্ভুত নগ্নতা'


(১৩১) তানজিলা ইয়াসমিন
সখের বশেই তার কবিতার মেলা
আসরের প্রিয় তুমি তুমি 'তানজিলা'
'পূরবী' নামেতে তুমি তিনটি বছর
কবিতায় জেগে আছ আজিকে প্রহর।
লেখালেখি ও আবৃত্তি সব আজ নেশা;
আরো ভালো লিখিবেন কবির প্রত্যাশা।


(১৩২)  জন রোজারিও অভি
বাংলা আসরে জন রোজারিও অভি
শিল্পকলার সাথেতে আজ প্রিয়কবি।
দুই শত কবিতায় আজ ধীরে ধীরে-
'ভেজা ঘাসের সকাল' আছে সব ঘিরে
'হৃদয়ের বাঁকে দেখা' 'নিজেকেই নিজে'
'ভবঘুরে জীবনেতে' প্রত্যাশায় ভিজে।


** চলবে। প্রতি সোমবার/মঙ্গলবার।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ২১' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা ১ম ও ২য় পর্ব' কবিতায় পূর্বেই ১২৬ জন কবি বিষয়ে প্রকাশিত।