ঊষার কালেতে ডাকিল কোকিল
বসন্ত এসেছে পারে;
সেই সুখ বুঝি নহে সহিবার-
কাক ডেকে গেল দ্বারে।
আজ অলক্ষণে কোন সে খবর
আসিবে এবার কানে;
সারাদিন বুঝি আজ কেটে যাবে
তাহার সকল টানে।


ভাবিতে ভাবিতে টিকটিকি ডাকে
আমার ঘরের চালে;
আশুদা'র মাতা মারা গেছে আজ
খবর আসে সকালে।
দূরের সে গ্রামে ছুটে যেতে হবে
সাথে লয়ে প্রিয়জন;
কত কথা আজ মনে পড়ে যায়
কত তার আয়োজন।


মূলপথ ছেড়ে গ্রামের সে পথ
আঁকাবাঁকা ডানে-বায়ে;
ওইখানে আজ আশুর জননী
শুয়ে উঠানের ছায়ে।
ধীরে ধীরে যাই, নীরব সে পথ
সবে দেখে মোর দিকে;
আমি বুঝি তার কোনো আত্মীয়
তাই ভেবে সবে দেখে।


** পরবর্তী অংশ আগামীকাল।