ফাগুনের সে বাতাস চলে গেছে ফাঁকি দিয়ে
আর তো ফেরেনি এই জানালায়;
সেই কবে চলে গেছে দখিনা সুরের সাথে
জানিনা গিয়েছে কোন অজানায়।


বাতাসের সাথে ছিল আমার গোপনপ্রেম
আজ বসে দেখি তার সেই ছবি;
আমার আঙিনা জুড়ে গাছের পাতার 'পরে
সোনারোদে ছেয়ে গেছে তার সবই।


ফুলের পাতার মতো আয়নায় শোভা পেত
ফাগুনের সে বাতাস এই গায়ে;
আকাশেতে মিশে গেছে কোন তারা হয়ে পথে
হয়তো মিলিয়ে গেছে ওই ছায়ে।


বাতাস ভুলেছে মোরে আমিতো ভুলিনি তাকে
গোপনে বেঁধেছি আমি আজ তারে;
আবার আসিলে ফাগ মনে হবে অনুরাগ
তাই মনে পড়ে আজ বারেবারে।
       --------


ছন্দ- অক্ষরবৃত্ত
পর্ব - পূর্ণ- ৮, অপূর্ণ-৪