বিকালের রোদখানি এসে পড়েছিল
ও মুখে; সোনার মতো সেই রঙে জেগে
উঠেছিল! তার চুল, তার মুখ, ঠোঁট
সাজানো বসনখানি! নবীন যুবতী
সদ্য বিয়েতে রাঙানো; ফুল ফুল ধাপে
চুলগুলি তার বাঁধা; হালকা শীতের
আমেজ মাখানো বস্ত্র! কপালে রঙিন
মোটা লাল টিপ তার। বেশ লাগছিল!


বেশ দূরে ছিল আগে! ভিড় ঠেলে ঠেলে
সেই যে আমার কাছে সাবলীলভাবে;
অন্যেরা ভাবে আমার, আমি নারায়ণ!
লক্ষ্মীর মতো আমার পাশেতে দাঁড়িয়ে।
একে একে দুই, পরে কথা জমে যায়-
আমার স্টেশন আসে, এবারে নামব।
             --------