একদিন ওই হাতে ছিল আধিপত্য
আমার! নত মস্তকে পেয়েছি পৃথিবী-
আমার প্রণতি, প্রেম, নীরবদাম্পত্য;
তোমার মাঝেতে সপে একাকীত্ব ছবি।
মনে হত শেষকথা নিজস্বনির্ভর
তোমাকে থাকত ছুঁয়ে আমার মাথার
চুল! ক্লান্তি জীবনেতে আত্মময় ঘর
কত স্বপ্ন দেখা হত শাখাপ্রশাখার।


আজ বুঝি ওই পথে অতীব অভিন্ন-
তুমি ছিলে কর্মবীর তবু মুখোমুখি;
তোমাতে মিশিব যেন জীবনের জন্য
তোমাকে হারিয়ে তাই ছিলেম যে সুখী।
নবীনপ্রভাত থেকে বিদায়ে সূর্যাস্ত
এ জীবন একসাথে, এতটাই ব্যস্ত।
           -----