আজ বুঝি এসেছিলে প্রতিবেশী ঘরে
বাদল অন্ত বেলায়, একা পূর্ণ সাজে-
শুনেছি পাশেতে বসে নূপুরেতে বাজে
তোমার সকল কথা; মোর কর্ণ 'পরে
শুনি আর বুঝি আজ প্রাণ সুধাকরে;
এসেছ কীসের তরে, কীবা কোন কাজে-
দুয়ার খুলিয়া আমি দেখি নাই লাজে
তোমার কণ্ঠ ধ্বনিত প্রমোদনগরে।


একবার মন চায় ফিরে বলি কথা!
তোমার মধুর বুকে অশান্তপ্রলাপ,
আর কি কখনো দেখা হবে অন্যথা-
বিরহে করেছি আজি একান্তবিলাপ
তোমার মধুরস্মৃতি আজ যথা যথা-
মোর ঘরে ফিরে এসো করিব আলাপ।
           --------


ছন্দ- অক্ষরবৃত্ত
মাত্রা- ১৪ (৮/৬)
প্রকৃতি- সনেট
অন্ত্যমিল - ক খ খ ক ক খ খ ক/ গ ঘ গ ঘ গ ঘ