বোঝে না সে আর, কথা কবেকার বোঝে না সে
বোঝে না সে মন সেদিন দুজন বোঝে না সে;
বোঝে না সে প্রিয় সেই শুভদিন
বোঝে না সে চোখ সমুদয় ঋণ!
বোঝে না সে।


বোঝে না সে আর, চাঁদ জোছনার বোঝে না সে
বোঝে না সে আজ ফাগুনের সাজ বোঝে না সে;
বোঝে না সে চুল আকাশের পানে-
বোঝে না সে ভালো সে সকল গানে
বোঝে না সে।


---
---
---