বৃষ্টিরানি বৃষ্টিরানি করলে না তো ফোন!
তোমার জন্য অপেক্ষাতে সময়যাপন;
তোমার কথা মনে পড়ে সকাল-বিকাল রোজ
ফেসবুকের আপডেটেতে নিই নিত্য তোমার খোঁজ।


তোমার ও ঘর আমার এ ঘর এখন অনেক দূর-
কথার মাঝে বাঁধা পড়ি কথায় তোলে সুর;
তোমার এখন অনেক বেলা, অনেক বুঝি কাজ
তোমার মুখে রঙিনটিপ, রঙিন তোমার সাজ।


তোমার সে ঝুলবারান্দাতে দোলনা গেছে ছিড়ে
সাবধানেতে হাঁটছ বুঝি রেলিং ধরে ধীরে।
উপরে চোখ মেঘের দিকে, নীচে 'বুটিক' ঘর
তোমার এখন সবাই চেনে কেউ তো নয় পর।


আমার এখন একলা বিকেল ভাদ্র শেষের হাওয়া-
তুমি হয়তো বিকেল ঘুমে স্বপ্ন মাঝে ছাওয়া।
মন যমুনায় ভিড় তুলেছে ভিড়ের সদাগর-
ঋণী শুধু হয়েই গেলাম,ঋণী কাব্যঘর।
           -----