চেনাপথ অচেনা লাগে অন্ধকারে ঢেকে যায়-
অকস্মাৎ নিভে আসে যত সব আলো-মোমবাতি;
চাঁদের আলো ডুবে গেছে আমাদের নগ্ন সীমানায়।


যত দুঃখ শান্তি ছিল কুড়িয়ে দিয়েছি ঠিকানায়
তার মাঝে পাখিগান আমাদের সহজ প্রজাতি
চেনাপথ অচেনা লাগে অন্ধকারে ঢেকে যায়-


ছিন্ন হয় সম্পর্করোদ তবুও জীবন হারায়-
প্রতিটি জীবন ধরে কারা যেন জেগে থাকে রাতি
চাঁদের আলো ডুবে গেছে আমাদের নগ্ন সীমানায়।


চারিদিকে সুগন্ধছায়া বসে থাকি চেয়ে মহিমায়-
যেখানে আঁধার সাথে  দুজনায় আদরেতে মাতি;
চেনাপথ অচেনা লাগে অন্ধকারে ঢেকে যায়-


শিরায় শিরায় স্নান মিষ্টি জলের ধারায়-
আগে তো বুঝিনি আমি এই আনন্দআরতি
চাঁদের আলো ডুবে গেছে আমাদের নগ্ন সীমানায়।


অন্ধকারে সাজানো দেখি তুমি আমি মৃতপ্রায়
জীবনকে গোপন করি, শুধু স্রোতের বিছানা পাতি;
চেনাপথ অচেনা লাগে অন্ধকারে ঢেকে যায়-
চাঁদের আলো ডুবে গেছে আমাদের নগ্ন সীমানায়।
            ---------


# ভিলানেল।