************* ছন্দ মেনে কবিতাঃ ৩০***************
                                             ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ - মিশ্রপয়ার)*****
কবিতাঃ  প্রিয়তি তোমাকে খুঁজি
কবিঃ কবীর হুমায়ূন  
প্রকাশিত তারিখঃ ২৮/০৬/২০১৮
***কবি ৫ বছর ১০ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ১২৭১টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
        তন্ন তন্ন করে খুঁজি তোমাকে প্রিয়তি।
        দয়া করে দেখা দিলে কি এমন ক্ষতি?
তোমার মহিমা ঝরে             এই বিশ্ব চরাচরে
        মাধুরীময় সুরের লহরি ছড়ায়,
        বসন্তের গন্ধ যেন তাতে উছলায়।


        কতো মনোরম তুমি প্রাণমুগ্ধকরা,
        সমুজ্জ্বল ঝলমল অতি মনোহরা!
কুসুম সৌরভে নিত্যজ             বিমোহিত মম চিত্ত
        নীরবে রহিছো তুমি ভূতলে অতুল,
        তোমার পরশে হবে শান্ত মর্মমূল।


        সংসার তরঙ্গমালা দুঃখ বয়ে আনে,
        তুমি তখনি শোনাও সুরময় গানে-
এই জীবনের তীরে             ভালোবাসার মন্দিরে
        শিল্পীর মহিমায় যে অনুরাগী সুর
        আনো; তার স্পর্শে হাঁটি দূর থেকে দূর।


        প্রিয়তি! তোমার দরবারে তুলি হাত,
        আলোময় করো জীবনের কালো রাত।
করুণা-মমতা রাশি             বিলাও, হে সর্বনাশী!
        তোমার পিরিতি যেন মরিচিকা প্রায়,
        আশাহত অগ্নিতাপে হৃদয় পোড়ায়।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

         তন্নতন্ন করে খুঁজি /তোমাকে প্রিয়তি।=৮/৬
        দয়া করে দেখা দিলে /কি এমন ক্ষতি?=৮/৬
তোমার মহিমা ঝরে  /           এই বিশ্ব-চরাচরে=৮/৮
        মাধুরীময় সুরের /লহরি ছড়ায়,=৮/৬
        বসন্তের গন্ধ যেন /তাতে উছলায়।=৮/৬


        কত মনোরম তুমি /প্রাণমুগ্ধকরা,=৮/৬
        সমুজ্জ্বল ঝলমল /অতি মনোহরা!=৮/৬
কুসুমসৌরভে নিত্যব   /          বিমোহিত মম চিত্ত=৮/৮
        নীরবে রহিছ তুমি /ভূতলে অতুল,=৮/৬
        তোমার পরশে হবে /শান্ত মর্মমূল।=৮/৬


        সংসার তরঙ্গমালা /দুঃখ বয়ে আনে,=৮/৬
        তুমি তখনি শোনাও /সুরময় গানে-=৮/৬
এই জীবনের তীরে      /       ভালোবাসার মন্দিরে=৮/৮
        শিল্পীর মহিমায় যে /অনুরাগী সুর=৮/৬
        আনো; তার স্পর্শে হাঁটি /দূর থেকে দূর।=৮/৬


        প্রিয়তি! তোমার দর/বারে তুলি হাত,=৮/৬
        আলোময় করো জীব/নের কালো রাত।=৮/৬
করুণা-মমতা রাশি      /       বিলাও, হে সর্বনাশী!=৮/৮
        তোমার পিরিতি যেন/ মরিচিকা প্রায়,=৮/৬
        আশাহত অগ্নিতাপে /হৃদয় পোড়ায়।=৮/৬
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৮,৬ মাত্রায়। পূর্ণ পর্ব ৮ মাত্রায়, অপূর্ণ পর্ব ৬ মাত্রায়,
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ১৬ টি।
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব- মিশ্রপয়ারজাতীয় কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- ঈশ্বরীয় প্রেমমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- ঠিক আছে।
জ)ছেদ যতি-  গ্রহণযোগ্য।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।