কাল রাত্তিরে অন্ধকারের ছায়া নেমেছিল অঙ্গে
ধীরে ধীরে কাঁপি, কাঁপতেই থাকি, কাঁপে ঘনরাত
আঁধারের মাঝে আমরা দুজন, দুজনার খুব সঙ্গে।


আমরা দুজন জ্বলে উঠেছি আপনার চেনা বিভঙ্গে
কখন যেন রাত চলে গেছে জোনাকি শেষে প্রভাত;
কাল রাত্তিরে অন্ধকারের ছায়া নেমেছিল অঙ্গে।


নিভেছে প্রদীপ প্রণয়ের কাছে নীরবতা বহিরঙ্গে
সেখানে পুড়েছে পুরানোস্বপন জীবন হয়েছে অনাথ
আঁধারের মাঝে আমরা দুজন, দুজনার খুব সঙ্গে।


বুকের গভীরে প্রেম ছিল শুধু অভিমান তোলা বঙ্গে
কোথা যেন সব হারিয়ে ফেলি জেগে থাকে এই রাত;
কাল রাত্তিরে অন্ধকারের ছায়া নেমেছিল অঙ্গে।


আদর করেছি মেঘেদের সাথে জোনাকির কথাভঙ্গে
নীরবতা ছুঁয়ে সেখানে পেয়েছি সেই একান্ত সাক্ষাত;
আঁধারের মাঝে আমরা দুজন, দুজনার খুব সঙ্গে।


আমরা দুজন ভেসে গেছি শুধু আঁধারের তরঙ্গে-
সেখানে দেখেছি আমাদের মাঝে একটি প্রেমের জাত
কাল রাত্তিরে অন্ধকারের ছায়া নেমেছিল অঙ্গে
আঁধারের মাঝে আমরা দুজন, দুজনার খুব সঙ্গে।
          -----------


#  ভিলানেল।