ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৪, ভাগ-৩৮>  – স্বরমাত্রিক ও মাত্রাক্ষরিক ছন্দ
---ড. সুজিতকুমার বিশ্বাস  
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি রহমান মুজিব  মহাশয়কে।    
----------------------------------------------------------------------------        
স্বরমাত্রিক ছন্দঃ
স্বরমাত্রিক ছন্দের উদ্ভাবক কবি সত্যেন্দ্রনাথ দত্ত।
ছন্দের দিক দিয়ে যে ছড়া কবিতাকে স্বরবৃত্ত অথবা মাত্রাবৃত্ত ছন্দে পাঠ করা যায় বা ধরা যায় সেই ছন্দকে স্বরমাত্রিক ছন্দ বলে। পুরো কবিতাটা যেন স্বরবৃত্ত বা মাত্রাবৃত্তের চালে চলে। মাত্রাবৃত্ত চাল চলতে চলতে স্বরবৃত্ত হলে সেটি এই ছন্দে আসবে না।
উদাহরণঃ
"দেখতে যদি/ দেখতে যদি /তুমি
ভোরের বেলা /শিশির ভেজা /ভূমি।"
     --ফয়েজ আহমেদ।  
মাত্রাক্ষরিক ছন্দঃ
ছন্দের দিক দিয়ে যে ছড়া বা কবিতাকে মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত ছন্দে পাঠ করা যায় বা ধরা যায় সেই ছন্দকে মাত্রাক্ষরিক ছন্দ বলে।
উদাহরণঃ
"চিকচিক করে বালি কোথা নেই কাদা
একধারে কাশ বন ফুলে ফুলে সাদা।"
       --রবীন্দ্রনাথ ঠাকুর।


***আজ এই পর্যন্ত। তবে চলবে।  
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) ছন্দ শেখার কলা কৌশল – হাসান রাউফুন  
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।