ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৫, ভাগ-৪৫>  – অক্ষরবৃত্তে ছড়া লেখা  
---ড. সুজিতকুমার বিশ্বাস  
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি ড. রাজু ভৌমিক   মহাশয়কে।    
------------------------------------------------------------------------------        
আগের পাঠে অক্ষরবৃত্ত ছন্দের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। আজ অক্ষরবৃত্ত ছন্দে ছড়া লেখা বিষয়ে কিছু ধারণা দেওয়া হল।


অক্ষরবৃত্তেও ছড়া হয়। স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দে ছড়া লেখা হলেও অক্ষরবৃত্তে কম ছড়া লেখা হয় নি।
উদাহরণঃ
"কানে খাটো বংশীধর/ যায় মামাবাড়ি
গুনগুণে গান গায় /আর নাড়ে দাড়ি।
চলেছে সে একমনে/ ভাবে ভরপুর
সহসা বাজিল কানে সুমধুর সুর"
                  -সুকুমার রায়।
আবার,
"শুনেছ কি বলে গেল/ সীতানাথ বন্দ্যো
আকাশের গায়ে নাকি/ টকটক গন্ধ
টকটক থাকে নাকো /হলে পরে বৃষ্টি
তখন দেখেছি চেটে /একেবারে মিষ্টি"
                       -সুকুমার রায়।
আবার,
"মেয়েদের পদবীতে/ গোলমাল ভারী
অনেকের নামে তাই/ দেখি বাড়াবাড়ি;
আ-কার অন্ত দিয়ে/ মহিলা করার
চেষ্টা হাসির তাই /ভূমিকা ছড়ার।"
                         - সুকান্ত ভট্টাচার্য
এগুলি ৮/৬ মাত্রায় পয়ারের নিয়মে লেখা ছড়া।


* সংযোজিত হবে।
***আজ এই পর্যন্ত। তবে চলবে।  
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) ছড়ায় ছন্দ- প্রণব চৌধুরী    
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।