*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ২৭***************
                               ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ- সনেট)*****
কবিতাঃ  পরান মাঝি
কবিঃ মোঃজাহাঙ্গীর আলম বাবু
প্রকাশিত তারিখঃ ৬/১/২০১৮ (আজ)
***কবি মোঃজাহাঙ্গীর আলম বাবু বাংলা-কবিতায় নতুন যোগ দিয়েছেন।কবি আজ পর্যন্ত ৫টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ


নৌকা চলে উজা' টানে গান-গাহি সুরে,
পাল তুলি দড়ি ধরি দাঁড় টানি গুনে,
কলিকাল বৈঠা-ঠেলি কান পাতি শুনে,
ছলাত্  ছলাত্ জলে পার দেখি দূরে।
বধূসাজে লাজমুখে লাল-চে সিঁদুরে,
মেঘমাখা রূপ তার দেখ-তে দারুণে,
সখি তোরে পার করি গাঁথিমালা বুনে,
কল্পী মাঝি,বর সাজি,সাধ্-যে ভঙ্গুরে।


নদীগর্ভে খুঁজি তোরে,দেখিলি সখি না,
'সলিল কহিল'!তুমি কর্মে মাঝিমাল্লা,
রোদ তাপে দাহকর্,পুরে-তো যায় না।
জাল ফেলি জাল তুলি দেই দূর পাল্লা,
তুলি পাল ধরি হাল কান্ডারি ভাবে না,
ভয় নাহি!পারি দিবি,আছে-তোর আল্লা।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
নৌকা চলে উজা' টানে /গান গাহি সুরে,=৮/৬
পাল তুলি দড়ি ধরি /দাঁড় টানি গুনে,=৮/৬
কলিকাল বৈঠা ঠেলি /কান পাতি শুনে,=৮/৬
ছলাত  ছলাত জলে /পার দেখি দূরে।=৮/৬
বধূসাজে লাজমুখে/ রঙিন সিঁদুরে,=৮/৬
মেঘমাখা রূপ তার /দেখিতে দারুণে,=৮/৬
সখি তোরে পার করি /গাঁথিমালা বুনে,=৮/৬
কল্পী মাঝি,বর সাজি,/সাধ যে ভঙ্গুরে।=৮/৬


নদীগর্ভে খুঁজি তোরে,/দেখিলি সখি না,=৮/৬
'সলিল কহিল'!তুমি /কর্মে মাঝিমাল্লা,=৮/৬
রোদ তাপে দাহকর্,/পুড়ে তো যায় না।=৮/৬
জাল ফেলি জাল তুলি /দেই দূরপাল্লা,=৮/৬
তুলি পাল ধরি হাল /কান্ডারি ভাবে না,=৮/৬
ভয় নাহি!পারি দিবি,/আছে তোর আল্লা।=৮/৬
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব-  ৮/৬ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব-৬ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ২ টি  (অষ্টক ও ষটক)
চ) মিল- ক খ খ ক ক খ খ ক/গ ঘ গ ঘ গ ঘ
ছ) পঙক্তি - ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব-  সনেট কবিতা।
ঞ) মন্তব্য-  ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ)কবিতার শ্রেণি- মানবতামূলক (রূপক)
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ভালো।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।