বসিয়া বিজন ঘরে আমি তোমাকেই
দেখি আজ প্রিয়! নিশিদিন নিরিবিলি
একান্তে; তোমার হাতখানি এই বুকে
আনি! বলে গেছি কত আপনার কথা
অমর গোপনে;  মোর নিজ ভাবনায়
তোমার কিশোরী মনে কত কোলাহল-
বুকের মাঝেতে যেন বেড়েছে স্পন্দন;
সে আমার হৃদয়েতে শুধু আনে স্বপ্ন।


শীতরোদ পড়ে পিঠে এসে আমাকেই
আরাম দেয় প্রকৃতি; এ মনের মাঝে
তুমি যেন দোলা দিয়ে যাও অবিরত
মুখে আজ কথা নেই কোনো, মন দোলে
গাছের পাতার মতো; আর একবার!
চোখের পাতায় আজ ঘুমায় জীবন।
            ------