অজানা অপরাজিতা চেয়েছিলে আঁখি তুলে
চেয়ে চেয়ে শুধু দেখি- ঢাকা আছে অভিশাপ!
আমি চেয়ে করি ভুল তোমার চোখের কূলে-
অজানা অপরাজিতা চেয়েছিলে আঁখি তুলে
তোমার মহিমা দেখি এ জগৎ-সংসার ভুলে;
সরিয়ে নিয়েছ চোখ, আজ অনন্তবিলাপ!
অজানা অপরাজিতা চেয়েছিলে আঁখি তুলে
চেয়ে চেয়ে শুধু দেখি- ঢাকা আছে অভিশাপ!
              ---------