বৃষ্টিরানি তোমার ঘরে দুপুর আদরবেলা
তোমার খাটে প্রজাপতির চাদরখানি মেলা।
সেই চাদরে ছড়িয়ে চুল দুপুরবেলার ঘুমে-
আলতোপোশাক জড়িয়ে গায়ে কুসুমে কুসুমে।


ঠোঁটের 'পরে হাসির মেলা প্রণয়কথার ঢেউ
সেথায় দেব গভীর চুমু দেখবে না তো কেউ।
ওই চুলেতে হাত মাখিয়ে পাড়িয়ে দেব ঘুম
তোমার মুখে মুখ ছোঁয়াব আদর মরশুম।


আমার চোখে স্বপ্নমেলা শরীর জুড়ে কাম-
তোমার গন্ধে মেতেই আমি শরীর জুড়াতাম।
তোমার ঘরে আমিই শুধু নেব সোহাগঘ্রাণ
সেই যমুনায় স্নান সারিব চুম্বনেতে ম্লান।


তোমার চোখে চোখ রাখিব তোমার বুকে বুক
আপনখেলায় মাতব দুজন জনম-জনম সুখ।
বাঁধতে খোপা অগোছালো জোয়ার শরীর জুড়ে-
তোমার সাথে মিশেই থাকি আজকে সোহাগ সুরে।