বাতাস বুঝি বলবে কথা-
আকাশপ্রিয় শোনো;
কানের কাছে গোপন ব্যথা
ফুল দিয়ে সাজানো।


দিঘির ডাকে মেঘ এসেছে-
ভাঙছে নীরবতা;
অরুণ আলো জাগবে মনে
জোছনা কাজললতা।


ফুল হেসেছে গাছের কোলে-
ধরার বুকে সব;
গগনশোভা বাড়ছে দেখো
হাজার কলরব।


বৃষ্টি ঝরে মুশলধারে-
তরুলতায় স্নান;
গানে গানে হাসছে পাখি
ভুলে অভিমান।
   -----