আমার গানের দেশে তুমি এসো আজ,
তোমারে দেখিব চোখে মনে তাই লাজ।


সেই কবে ভেবে গেছি আসিবে সুদিন-
আমার কবিতা ঘরে তোমার সে ঋণ;
আজ আমি সাজায়েছি গানের বাসর
সেখানে মিলিব দোহে রচিব আসর।


কত গান গেয়ে যাব তোমারে দেখিয়া
আরো কত কাছে রাখি রাখিব লিখিয়া
তোমার চোখের পরে রেখে যাব চোখ
আমার চোখের মাঝে যত ভয় হোক।


মনে মনে চেয়ে আমি দেখিব সে সাজ।
আজিকে নিষেধ করি রাখিনিতো কাজ।
           -------