আজ ফিরিবার কালে পাশেতে ডাকিলে
মোরে; বসিয়েছ তব বাম বাহুতলে-
হাজার কথার মাঝে বাঁধিয়া রাখিলে,
কত না-বলা সে কথা আসে দলে দলে!
তোমার কথা, হাসিতে আমাতেই মিশে-
আপনেতে আসিয়াছ আমাতে আদরে;
কীভাবে চাহিব আমি- বলো দেখি কী সে!
সময় এভাবে যায় অতীব সাদরে...


হেলায়ে পড়েছ ধীরে তুমি আমাতেই
শুনেছি গোপনে যেন বুকের স্পন্দন;
তব চুলে আচ্ছাদিত কথাগুলি সেই-
আড়ালে ঘুমিয়ে গেছ জানি না কখন।
আমি উঠে চলে আসি প্রিয় যে ঘুমায়-
বন্ধন ভুলেছি আমি হেমন্ত সন্ধ্যায়।
            --------