মৌনতা মাঝেতে দেখি তুমি হিমালয়
অপেক্ষাতে আছো জানি আকাশ সীমায়;
কেমনে রয়েছ দেখি দূরেতে দাঁড়িয়ে-
ওই শুভ্র বরফের বসন জড়িয়ে।


তোমার ও পাদদেশ সুজলা সুফলা
এই দেশে ঢেলে দাও ফসল শ্যামলা;
কত নদী বয়ে গেছে তোমা পথ ধরে
রেখেছ সবারে আজি আপনার করে।


তোমার কিনারে দেখি অপরূপ সৃষ্টি
তুমি আনো মেঘ ধারা, সীমাহীন বৃষ্টি;
আঘাত সয়েছ তুমি হয়েছ প্রাচীর
সীমানা পথেতে আজি উচ্চ করো শির।


তোমার ছায়াতে এসে দেশ পরাভয়;
অজস্র ভালোবাসায় তুমি হিমালয়।