ইচ্ছেবৃন্দ জেগে থাকে তোমার মায়াতে-
সারাদিন অভিমানে একগোছা ইচ্ছে!
সব যেন ভুলি এসে মনন ছায়াতে-
তবুও আমার মন গোপনে শিখছে।
সারাদিন সংলাপ মনে সংলগ্ন;
হতাহত সমাধানে সব ইচ্ছে বাঁচে!
সেইসব ঋণকালে আমি থাকি মগ্ন
তবুও তো সব শেষ বলিবার আছে!


একদিন তারা সব হবে পরাজিত
ইচ্ছারা প্রয়াত হবে দূরে একে একে;
বেঁচে থাকা বাসনায় অতিশয় ভীত
কোথাও জবানবন্দী কারা যেন লেখে!
কিছুই করিনি ইচ্ছা ছাড়া কোনোদিন
ইচ্ছাতে লুকিয়ে থাকে নীরবতা ঋণ।
          --------