তুমি চঞ্চলা, চপলা, নির্ভীক- দুরন্ত
তুমি! তুমি যে উদ্ধত নবীন কিশোরী;
তোমার মাঝেই আছে চপল লহরী
বরষা স্রোতের মতো, অপেক্ষা অনন্ত
ভালোবেসে নিজেকেই করেছ বিভ্রান্ত;
নিজের মাঝেই বুঝি আপনারে ধরি
স্বাধীনচেতার তুমি স্বপন তোমারই;
তোমার চিন্তা-চেতনে তুমিই সুমন্ত।


তবু দেখি মাঝে মাঝে গ্রাসে বিষণ্ণতা
ভীষণভাবে তোমাতে, গোপন উচ্ছ্বল;
রেখেছ আড়ালে নিত্য আঁখিতে প্রভাত-
দেখেছ আপন সুরে নিজ দ্বৈত -সত্তা;
বোঝোনি নিজের মাঝে কীবা সে আসল!
তবুতো এসেছ কাছে যবনিকাপাত...
              ---------


** আসরের নবীন কবি যবনিকাপাত (হয়তো ছদ্মনাম)। আজ কবির জন্মদিন। তার পরিচিতি থেকে তাকেই জন্মদিনে কবিতাটি উত্সর্গ করলাম।