কান পাশে মুখ এনে শুধাই তোমার
নাম! কীভাবে কেটেছে আজ, সারাক্ষণ
উদিত প্রভাত; ব্যস্তব্যাকুল জীবন
কেন বুঝি সাজ ঘর এত করুণার!
ওই মুখ আনো কাছে দেখি কণ্ঠহার
অবসাদে কেটে গেছে তোমার রোদন-
কোনো কথা নাহি জানি ব্যস্ত এই মন
এত কাছে তবু কেন মনে বারবার!


কখনো দৃষ্টিতে দেখি ওই কেশ পরে-
কখনো বা বদনেতে দেখি কানপাশা
নয়ন আটকে থাকে তোমার অধরে!
দেখিয়াছি তুমি প্রিয় কত মায়া আশা
এত কাছে এসে মন হারায় নগরে;
আমার পরশক্ষণে প্রণয়ের ভাষা।
          -------