!১৯!
সেইবার কথা ছিল তনু
বইমেলা যাব আমি তুমি-
সারাদিন খুশিতে আমেজে
বিচরণে বইয়ের সে ভূমি।


সেই যাওয়া আর হয় নাই
কত মেলা হয় বারবার;
তোমারতো সাধ ছিল জানি
রবিঠাকুরের রচনার।


যতবার আমি সেথা যাই
মনে পড়ে তোমার সে কথা;
তোমার সে বইগুলি দেখি
গবেষণা প্রয়োজন তথা।


একা একা ঘুরে আসি বাড়ি
মন যেন তোমাতেই ঢাকা;
বই কিনি আমি দুই ব্যাগ
তবু যেন মন ফাঁকা ফাঁকা।


অনেকেই ঘোরে দুই জনে
আমি চেয়ে দেখি তার সব;
ভুল কি গো হয়েছিল কিছু
আনমনে কত কলরব!


সদনেতে বাংলার বই
ছোটোমেলা মোহরকুঞ্জে
প্রতিবার আমি সেথা যাই
আবেগ আর বাসনা পুঞ্জে।
     ------